১৯৭১ সালের অগ্নিঝরা ২৩ শে মার্চ দিনাজপুরের মাটিতে প্রথম পতাকা উত্তোলনকারী ছাত্রনেতা জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মজলুম জননেতা শফিউল আলম প্রধানের স্মরণে জাগপা গ্রীস শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ মার্চ) সন্ধ্যা ৫ টায় গ্রীসের রাজধানী এথেন্সের গ্রাম বাংলা রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাগপা গ্রীস শাখার উপদেষ্টা মো. আকুল মিয়ার সভাপতিত্বে ও জাগপা গ্রীস শাখার সহ-সভাপতি মো. জাহির উদ্দিনের পরিচালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাগপা গ্রীস শাখার সভাপতি ও যুব জাগপা কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি শেখ গোলাপ মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাগপা গ্রীস শাখার সিনিয়র সহ-সভাপতি মো. শানুর মিয়া, জাগপা গ্রীস শাখা সহ-সভাপতি মো. ছানাউর রহমান চানা মিয়া, জাগপা গ্রীস শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, জাগপা নেতা আব্দুল সামাদ, মো. সিজিল মিয়া, মো. ফয়জুর রহমান, জাগপা গ্রীস শাখার শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, জাগপা নেতা মো. বদরুল আলম, কামরুল ইসলামসহ আরও অনেকেই।