সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পেয়েছেন তানভীর আহমদ সোহান।
২৬ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের যৌথ স্বাক্ষরিত ২৯৪ বিশিষ্ট সুনামগঞ্জ জেলা কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোহানের নাম ঘোষণা করা হয়।
তানভীর আহমদ সোহান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগে সংক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। একজন পরিচন্ন ছাত্রনেতা হিসেবে তিনি সবার কাছে সমাদৃত।
তানভীর আহমদ সোহান জেলার শান্তিগঞ্জ উপজেলা পূর্ব বীরগাঁও ইউনিয়ন বীরগাঁও গ্রামের বাসিন্দা।
জেলা কমিটিতে স্থান পাওয়ায় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ছাত্রলীগ নেতা সোহান।