নিজস্ব প্রতিবেদক : হতদরিদ্রদের সহায়তা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ সামাজিক-সাংস্কৃতিক কাজে অংশগ্রহন ও সহায়তা প্রদানের লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলায় আমিরুল ইসলাম মির্জা স্মৃতি পরিষদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (০১ মে ) দুপুর ২ টায় পশ্চিম পাগলার রায়পুর মহাজনবাড়িতে সাবেক মেম্বার মরহুম আমিরুল ইসলাম মির্জার নিজ বাড়িতে শতাধিক অসহায়-হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে আমিরুল ইসলাম স্মৃতি পরিষদের উদ্বোধন করা হয়।
স্মৃতি পরিষদের উদ্বোধন ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রবীণ সামাজিক ব্যক্তিত্ব, রুরাল ডেভেলাপমেন্ট এন্ড হেলথ কেয়ার সেন্টারের পরিচালক রফিকুল ইসলাম রকুর সভাপতিত্বে ও আমিরুল ইসলাম মির্জা স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক কামাল পারভেজ সাজনের পরিচলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, মর্নিংবার্ড কিন্ডার গার্টেনের পরিচালক মাহমুদুল ইসলাম লালন, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, সমাজকর্মী শাফিউল ইসলাম সুসাদ, এনাম মির্জা, গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার, নোহান আরেফিন নেওয়াজ, সমাজকর্মী রুয়েল মির্জা ও তোফায়েল মির্জা প্রমুখ।