সদর উপজেলার বেতগঞ্জ বাজারের
কৃতি সন্তান আব্দুর রাকিব যুক্তরাজ্য থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছেন। গত দুই বছর আগে আব্দুর রাকিব ইংল্যান্ডের বিখ্যাত প্রতিষ্ঠান বিপিপি ইউনিভার্সিটি থেকে ‘বার প্রফেশনাল ট্রেনিং কোর্স (বিপিটিসি) সম্পন্ন করেন। এছাড়া ২০১৫ সালে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে ডিপ্লোমা ইন ল’ ও ২০১৭ সালে এলএলবি (সম্মান) ডিগ্রি সাফল্যের সাথে অর্জন করেন।
সম্প্রতি তাকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের দ্যা অনারেবল সোসাইটি অব লিংকনস্ ইন্ থেকে ব্যারিস্টার ডিগ্রির সনদ প্রদান করা হয়। আব্দুর রাকিব মৃত আব্দুল কাদির মাস্টার এবং মোল্লাপারা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান মৃত জমসেদ আখন্দের নাতি। তিনি জুনেদ আহমেদের কনিষ্ঠ পুত্র। তার পরিবার দীর্ঘদিন যাবত সিলেট শহরে বসবাস করছে।
ব্যারিস্টার আব্দুর রাকিব বলেন, সুনামগঞ্জ তথা বৃহত্তর সিলেটের মানুষের কল্যাণে কাজ করার ইচ্ছা রয়েছে। এজন্য সবার কাছে দোয়া কামনা করেছি।