বিনোদন ডেস্ক: বীর টিভি প্রোডাকশন এর ব্যানারে দুটি গান ও তিনটি শর্ট ফিল্মে অভিনয়ের মাধ্যমে পর্দায় অভিষেক হচ্ছে ক্ষুদে মডেল ও অভিনেতা সিয়ামের। দেখতে বেশ স্মার্ট ও সুন্দর চেহারার অধিকারী সিয়াম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বেশ পরিচিতি লাভ করেছে।
সিয়াম সিগনেচার নামে তার স্বতন্ত্র পরিচয় রয়েছে। মহাসিং টুয়েন্টিফোর ডটকমকে সিয়াম তার ভবিষ্যত পরিকল্পনয় নায়ক ও মডেল হওয়ার স্বপ্নের কথা জানায়।
বীর টিভির চেয়ারম্যান ইতালি প্রবাসী মু. মুজাক্কির মিয়া ও সিয়ামের শর্টফিল্ম নির্মাতা অাজমল অাহমদ সিয়ামের উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারে অাশাবাদ ব্যাক্ত করেন।।