সেদিন শান্তা দুঃখ করে বলছিলেন, ঘরে যেভাবেই চিনি রাখা হোক পিঁপড়া আসেই। পলিথিনের প্যাকেটে মুড়ে বা শক্ত ঢাকনা-ওয়ালা পাত্রে রেখেও নিস্তার পাওয়া যায় না।
চা করা বা যে কোনো রান্নায় ব্যবহার করার সময় যদি চিনিতে পিঁপড়া থাকে, এর চেয়ে বিড়ম্বনা কমই আছে।
এই অবস্থায় পিঁপড়া ধরবে না, এভাবে চিনি রাখার উপায় খুঁজছেন? আসুন জেনে নেই সহজপদ্ধতি:
ট্রাই করেই দেখুন যে কোনোটি।