নিজস্বপ্রতিনিধি
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ নারী সহ ৬ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৩ জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৩ জন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
১১ আগষ্ট (মঙ্গলবার) বিকালে উপজেলার পাথারিয়া ইউনিয়নের দরগাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দিরাই থেকে আসা সুনামগঞ্জগামী ট্রাকের সাথে দিরাইগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ৫ যাত্রী ও ড্রাইভার আহত হন। সিএনজি ড্রাইবার ও দুই যাত্রীর অস্থা আশঙ্কাজন। গুরুত আহত চালক বিল্লাল হোসেন, দিরাই উপজেলার আনোয়ারপুরের বাসিন্দা। স্থানীয়দের সহায়তায় আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এসময় সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্ট হয়। পাথারিয়া বাজারে টহলে থাকা দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় দীর্ঘ ১ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন টহলে থাকা পুলিশের এস আই জহিরুল।