বলিউড বাদশা শাহরুখ খানের দুই বছরেরও বেশি সময় পার হয়ে গেছে রুপালি পর্দায় দেখা পাওয়া যায়নি। যদিও ইতোপূর্বে বেশ কয়েকবার গুঞ্জন উঠেছিল তার বেশ কিছু প্রকল্পে চুক্তি হওয়ার বিষয়ে। কিন্তু সেগুলোর কোনটাই এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি।তবে এবার জানা গেল ‘ওয়ার’ খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ নামক সিনেমার মধ্য দিয়ে আগামী বছর পর্দায় আসবেন শাহরুখ। তাও আবার জুটি বাঁধবেন দীপিকা পাডুকোনের সাথে, বলিউড হাঙ্গামার সূত্রে এমনটাই জানা গেছে।ছবিটিতে মূলত ‘পাঠান’ ভূমিকাতেই অভিনয় করবেন শাহরুখ। যেমনটা এর আগে তাকে দেখা গিয়েছিল ‘ডন’ ও ‘রইস’ সিনেমাতে। তবে চমকের বিষয় অ্যাকশনধর্মী এই সিনেমাতে
বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং ধারণা করা হচ্ছে এ বছরের শেষে নভেম্বরের দিকে শুটিং শাহরুখের সাথে সাথে দীপিকারও অ্যাকশনের দেখা মিলবে।
হতে পারে। এছাড়াও এর প্রযোজনায় থাকছেন যশরাজ ফিল্মস।তবে সিনেমাতে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে এখনো কারো তরফ থেকেই কোন ঘোষণা আসেনি।