নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকোঠা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তোতন মিয়া (৪৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
আজ (৩১ আগষ্ট) দুপুরে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান তিনি। পরে হাওরে মাছ ধরতে থাকা জেলেরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। নিহত তোতন মিয়া উপজেলার রন্নারচর ইউনিয়নের মৃত শুক্কুর আলীর পুত্র।
রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরী জানান, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনি মারা যান। ঘটনাটি প্রশাসন কে জানানো হয়েছে।