আমার খুব হারিয়ে যেতে ইচ্ছে করে।
কোথায় হারিয়ে যাব সেটা অবশ্য আগ থেকেই ঠিক করে রেখেছি।
হঠাৎ হারিয়ে যাব দূরের ঐ পাহাড়ে।
তখন আর কেউ খুজে পাবে না।
পাহাড় টা যেন আমাকে চুপি চুপি ডাকে,
বলে সবকিছু ছেড়ে চলে আসো আমার কাছে।
আমার অপরূপ সৌন্দর্য দেখে ভুলে যাও তোমার মনের সব দুঃখ।
তখন আর আমি ঘরে বসে থাকতে পারিনা, চলে যাই পাহাড়ের কাছে,, বলে আসি মনের সব কথা।
পাহাড় টা যেন তখন শান্ত হয়ে যায়।
তখন তার শান্ত রূপটা দেখে মনে হয়,, পাহাড় টা যেন সত্যি মনের কথা বুঝে।
আমার না অনেক দিন থেকে খুব ইচ্ছে,, পাহাড়চূড়ায় ছোট্ট একটা ঘর বাধবো।
আর সেখানে শুধু আমি একা থাকবো।
তখন মনে হয় পাহাড়ের সাথে সম্পর্কটা আরো গভীর হবে।
সারাদিন তার বুকে বসে তার সৌন্দর্য উপভোগ করব।
যখন খুব বেশি মন খারাপ থাকবে,, তখন চিৎকার করে কান্না করব।
তখন পাহাড় তার সৌন্দর্য ও তার শীতল হাওয়া দিয়ে শান্ত করবে আমায়।
আমি না সত্যিই হারিয়ে যাব।
তখন আর কেউ ফেরাতে পারবে না।