নিজস্ব প্রতিবেদক :
দক্ষিণ সুনামগঞ্জে অটোরিকশা (টমটম) ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার ( ৫ অক্টোবর) রাত সাড়ে আটটায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজারস্থ ডাবর পয়েন্ট মোড়ে অটোরিকশা (টমটম) ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার হবিবপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত: হায়দার আলীর ছেলে সেবুল মিয়া (২১), একই উপজেলার হবিবপুর মাঝপাড়া গ্রামের কালাম মিয়ার ছেলে অলিদ আহমেদ (২৩)। তবে তাৎক্ষণিকভাবে আরেক গুরুতর আহত অটোরিকশার ড্রাইভারের পরিচয় পাওয়া যায়নি।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের এসআই আনোয়ার ও এএসআই রতন দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করে এই দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।