নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ ছাত্রসমাজ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে কোম্পানীগঞ্জ থানাবাজার পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছাত্রনেতা ফয়েজ আহমেদ ফুয়াদ এর সঞ্চচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্রনেতা পলাশ চৌধুরী, এম. সাইফুর কলেজের মেধাবী ছাত্রনেতা আলী আহসান সিদ্দিকী, লোকমান আহমেদ ,সালাউদ্দিন আহমেদ, দেলোয়ার হোসেন হৃদয়,জুনায়েদ আহমেদ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে ধর্ষণ প্রতিরোধে ধর্ষকদের একমাত্র শাস্তি মৃত্যুদন্ডের দাবী জানান। বক্তব্য শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভ মিছিলটি কোম্পানীগঞ্জ থানাবাজার পয়েন্ট হতে উপজেলা মাঠ প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন , ছাত্রনেতা ইশাম আহমেদ,রাসেল,রাজীব,সুজন,শাকিল,হাসান,আবু তাহের,আবু তায়েব,মারুফ,প্রত্যয়,জিহাদ,সুমন,নিঠুল,আল আমিন,আবুল আলা,মাসুক,রাজু,জাহিদ,সুমন,শান্ত,ছাইদুল, বিপ্লব মন্ডল ও রাসেল আহমদ প্রমুখ।