নিজস্ব প্রতিনিধি :
দোয়ারাবাজার উপজেলার গুরেশপুর মামলার প্রধান আসামি জয়নাল মিয়াকে গ্রেপ্তার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ । গতকাল (শুক্রবার) সিলেটের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত ২১শে আগস্ট শুক্রবার দোহালিয়া ইউনিয়নের গুরেশপুরে পঞ্চায়েত ও জয়নাল মিয়ার গোত্রের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে।ফলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে দোয়ারাবাজার থানা পুলিশ। পরে পঞ্চায়েতের পক্ষে জয়নাল আবেদীনকে প্রধান আসামি করে মোট ৭ জনের বিরুদ্ধে মামলা এফআইআর করা হয়।মামলা দায়েরের পর থেকেই জয়নাল আবেদিন পলাতক ছিলেন।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে দোয়ারাবাজার থানা পুলিশ। গ্রেপ্তার অভিযানটি পরিচালনা করেন দোয়ারাবাজার থানার এসআই দ্বীপংকর দেব নাথ। গ্রেপ্তারের পর তাকে সুনামগঞ্জ জজকোর্টে প্রেরণ করে দোয়ারবাজার থানা পুলিশ।