সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের দিনমজুরের স্ত্রী ও তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে জগন্নাথপুর থানায় এ অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নারী।
অভিযোগে জানা যায়, গুতগাও গ্রামের মৃত আব্দুর রবের ছেলে হত্যা ও ডাকাতির বিভিন্ন মামলার আসামি আব্দুল খালিছ নির্যাতিতাকে গত ৯ মাস ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এতে সাড়া না দেয়ায় গত ৩ এপ্রিল (শুক্রবার) রাত ১০টায় বাহিরে শীতল বাতাস পেতে ঘর থেকে বের হলে ওৎপেতে থাকা সন্ত্রাসী খালিছ ভিকটিমকে ধর্ষণ করে। তবে লোকলজ্জার ভয়ে ও সন্তানদের মান সম্মানের কথা চিন্তা করে ধর্ষনকারীর শারীরিক অত্যাচার ও যৌন উৎপীড়ন নীরবে সহ্য করে যায় ভিকটিম।
অভিযোগে আরো জানা যায়, সর্বশেষ গত ৯ অক্টোবর রাতে আব্দুল খালিছ নির্যাতিতার ঘরে ডুকে তার স্বামীকে চুরি ধরে নির্যাতিতাকে ঘরের বাইরে নিয়ে ধর্ষণ করে। পরে নির্যাতিতা ঐ নারী স্থানীয়দের জানালে তারা আইনের আশ্রয় নিতে বলেন।
জানা যায়, এর আগেও নবীগঞ্জ থানার লালপুর গ্রামে ডাকাতির ঘটনায় স্থানীয় গোবলার বাজার থেকে নবীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করেছিল পুলিশ।
জগন্নাথপুর থানা ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন বলেন,আমরা ভিকটিমের দায়েরকৃত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য এসআই ফিরোজ আহমদকে দায়িত্ব দিয়েছি। ঘটনার তদন্ত চলছে।এখনো কাউকে আটক করা হয়নি।