আওয়ামী লীগের প্রার্থী ইকবাল বিজয়ী
নিজস্ব প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী। বেসরকারিভাবে ৩৭৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইকবাল আল আজাদ ৷অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির নূরুল হক আফিন্দী পেয়েছেন ১৬৮৯০ ভোট।নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীদের মধ্যে মাছুম মাহমুদ তালুকদার পেয়েছেন ৪৮০৫ ভোট ও ফয়জুল আলম মোহন পেয়েছেন ১৩৬১ ভোট।
এর আগে মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ করা হয়। উল্লেখ্য জামালগঞ্জ উপজেলায় মোট ভোট ১১৭০৫৪ ভোট কেন্দ্র ৪৬ টি।
বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার