নাটোরের দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় ৯৫ বছরের বৃদ্ধ বিয়ে করলেন ৮০ বছরের বৃদ্ধাকে । এঘটনায় বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে এই নবদম্পতির বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।
দিঘাপতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার সুমন আলী সরদার জানান, ডাঙ্গাপাড়া গ্রামে ৯৫ বছর বয়সী আহাদ আলী মণ্ডল ওরফে আদির স্ত্রী তিন বছর আগে মারা যান। আদির চার ছেলে ও তিন মেয়ে থাকলেও স্ত্রী না থাকায় বৃদ্ধ বয়সে একাকিত্বে ভুগছিলেন। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যরা তাকে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।
সুমন আলী সরদার বলেন, পরিবারের সম্মতিতে ডাঙ্গা গ্রামের ৮০ বছরের আমেনা বেগমকে বুধবার রাতে ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহর ধার্য করে আহাদ আলী মণ্ডল বিয়ে করে নিজ বাড়িতে আনেন।
সুমন আলী সরদার জানান, আমেনা বেগমের স্বামী ৮ বছর আগে মারা যান। দুই মেয়ে ও নাতি নাতনি থাকলেও তিনিও ছিলেন নিঃসঙ্গ। তাই উভয় পরিবারের সম্মতিতেই বিয়ে হয়।