নিজস্ব প্রতিবেদক : জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রয়াত সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাগপা গ্রীস শাখার উদ্যোগ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় গ্রীসের রাজধানী এথেন্সের একটি অভিজাত রেষ্টুরেন্টে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাগপা গ্রীস শাখার উপদেষ্টা মোঃ আকুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জাগপা গ্রীস শাখার সভাপতি শেখ মোঃ গোলাপ মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগপা গ্রীস শাখা সিনিয়র সহ সভাপতি মোঃ শানুর মিয়া, সহ সভাপতি জাহির উদ্দিন, সহ সভাপতি ছানাউর রহমান ছানা, কবির মিয়া, মাছুম মিয়া, আব্দুস সামাদ, জুনেদ আহমেদ জুনো ও ইকবাল মারুফ হেলাল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ গোলাপ মিয়া বলেন, অধ্যাপিকা রেহেনা প্রধান বাংলাদেশের রাজনীতিতে ছিলেন একজন আপোষহীন নেত্রী। তার সুদীর্ঘ রাজনৈতিক জীবন ছিল দেশপ্রেম, আধিপত্যবাদ নিরসন এবং দেশের গনতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে।
তিনি আরও বলেন, জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মজলুম জননেতা শফিউল আলম প্রধান ভাইয়ের নিজ হাতে গড়া জাতীয় এই দলটি তার সুযোগ্য কন্যা বর্তমান সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বে এগিয়ে যাবে।