নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুনামগঞ্জে কার-সিএনজি-রিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় উপজেলার পাগলা (চন্দ্রপুর) এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি ও রিকশার ড্রাইভার সহ ৪ জন আহতের ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, পশ্চিম পাগলা ইউনিয়নের রিকশা ড্রাইভার বাবুল মিয়া (৩২), রিকশা যাত্রী একই ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আইনুল মিয়া (৪৫)। তাৎক্ষণিকভাবে অপর ২ জন আহতের নাম জানা সম্ভব হয় নি।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসাকেন্দ্রে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সুনামগঞ্জগামী কার (ঢাকা মেট্রো গ-১১৬৮৫৭) সুনামগঞ্জের উদ্দেশ্যে উপজেলার পাগলা (চন্দ্রপুর) এলাকায় পৌঁছালে সিলেটগামী সিএনজির (নাম্বারবিহীন) সাথে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রন হারিয়ে সিএনজিটি পাশ দিয়ে চলমান রিকশার উপর ছিটকে পড়ে। এতে সিএনজি ও রিকশার ড্রাইভার এবং যাত্রী সহ ৪ জন আহত হন।
এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন বলেন, এইমাত্র খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ ফোর্স প্রেরণ করা হচ্ছে।