দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সদর শান্তিগঞ্জ বাজার পয়েন্টকে মান্নান চত্বর হিসেবে ঘোষণা করেছেন দক্ষিণ সুনামগঞ্জের আপামর জনতা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার শান্তিগঞ্জে ছাত্র-জনতার সমাবেশে বক্তব্যকালে পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন এই প্রস্তাব করলে উপস্থিত নেতাকর্মী ও জনতা হাত উঠিয়ে এতে সমর্থন দেন।
মহাসমাবেশে ফোনকলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
জেলা আওয়ামীলীগের অন্যতম উপদেষ্ঠা মাস্টার আব্দুর রউফের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, অবহেলিত সুনামগঞ্জ জেলাকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে একের পর এক উন্নয়ন উপহার দিয়ে পরিকল্পনামন্ত্রী এম. এ মান্নান মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। অবহেলিত দক্ষিণ সুনামগঞ্জও সেই উন্নয়নের ছোঁয়ায় আলোকিত হয়েছে। পরিকল্পপনামন্ত্রী দিনরাত পরিশ্রম করে আমাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কাজেই মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতাস্বরুপ উপজেলার শান্তিগঞ্জ পয়েন্টের নাম এখন থেকে মান্নান চত্বর।
এসময় জেলা-উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।