হুমায়ুন রশীদ
আমি কাঁদতে জানিনা,
তাই বলে ভেবনা আমার মাঝে দুঃখ নেই।
আমি হাসতে জানি,
তাই বলে ভেবো না আমার মাঝে সুখের অভাব নেই।
হাসি বা কান্না কখনো মানুষের সুখ দুঃখ প্রকাশ করে না।
আমি কাঁদি কিন্তু প্রকাশ করি না
যখন কাঁদি তখন চিৎকার করে কাঁদতে মন চায়,
কিন্তু পারিনা।
ভেতর ভেতর কান্নাটা কতটা কষ্টের সেটা বলে বোঝানোর মত ক্ষমতা আমার নেই।
শুধু আমি একা কাঁদি না
আমার মত অনেকেই কাঁদে।
কিন্তু সেই কান্না কেউ দেখতে পায়না।
হাসির আড়ালে সেটা লুকিয়ে থাকে।
নিয়তির এ কেমন বিচার!
কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়।
কেউ হাসিটা প্রকাশ করে কান্নাটা গোপন করে।
যদি সুখ কেনা যেত
তাহলে এক মুঠো সুখ কিনতাম।
আর দুঃখের কান্না কে সারা জীবনের জন্য বিদায় দিতাম।
তখন সেই সুখটা নিয়ে মন খুলে হাসতাম।
কিন্ত সেটা অসম্ভব কল্পনা সুখ দুঃখ একে অপরের সঙ্গী।
হাসিটা যেখানে থাকবে
সেখানে ভেতরের কান্নাটা বিদ্যামান