জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজে ‘বঙ্গবন্ধু : জীবন, কর্ম ও আদর্শ’ শীর্ষক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় মুরারিচাঁদ কলেজের ইতিহাস বিভাগের সহযোগীতায় কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন, মুরারিচাঁদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নূরে ফারহানা বেগম।
প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার।
এছাড়া বিশেষ অথিতি হিসেবে ভিডিও কনফারেন্সে অংশগ্রহন করেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশের কলেজ ও প্রশাসনের পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবীর চৌধুরী।
এসময় আরও বক্তব্য রাখেন, মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর পান্না রাণী রায়, শিক্ষক পরিষদের সম্পাদক তৌফিক এজদানি চৌধুরীসহ কলেজের প্রাজ্ঞ শিক্ষকমন্ডলী ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
উক্ত সেমিনার যৌথভাবে সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ ও নাজিয়া আহমেদ। এছাড়া সেমিনারে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী দিবা মেহজাবিন।
সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। এছাড়া এরকম সেমিনারের আয়োজনের জন্য মুরারিচাঁদ কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রধান অতিথি প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক। এরকম সেমিনার সারাদেশে চলমান রাখা উচিৎ বলে ও জানান তিনি।