বিজ্ঞপ্তি::সুনামগঞ্জ জেলার জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘মহাসিং২৪.কম’ পত্রিকার পক্ষ থেকে পত্রিকার সকল পাঠক, সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্খী সহ দেশ-বিদেশের সকল নাগরিকবৃন্দকে ইংরেজী নববর্ষ – ২০২১ সালের শুভেচ্ছা জানিয়েছেন মহাসিং২৪.কমের প্রধান সম্পাদক শহিদনুর আহমেদ, নির্বাহি সম্পাদক আলাল হোসেন রাফি ও ব্যবস্থাপনা সম্পাদক নোহান আরেফিন নেওয়াজ । নববর্ষ উপলক্ষে মহাসিং২৪.কমের এই নীতিনির্ধারকরা বলেন, ইংরেজী নববর্ষে আমাদের মহাসিং২৪.কম পত্রিকার পাঠক, সংবাতদাতা, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী সহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তারা বলেন, নতুন বছর মানেই অতীতের সকল ব্যর্থতা, জ্বরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে সুন্দর সমৃদ্ধ আগামীর বিনির্মাণে এগিয়ে যাওয়া।
তারা আরও বলেন, করোনাকালীন দুর্ভোগে আমাদেরকে নতুন বছরকে বরণ করতে হচ্ছে। ফেলে আসা বছরের দুর্যোগ, দুর্বিপাক কাটিয়ে আমরা নতুন বছরে এগিয়ে যাওয়ার সোনালী সম্ভাবনা দেখতে পাবো এটাই প্রত্যাশা করি।