বিজ্ঞপ্তি : দর্গাপাশা ইউনিয়নের সকল নাগরিকবৃন্দ সহ দেশবাসীকে ইংরেজী নববর্ষ ২০২১ সালের শুভেচ্ছা জানিয়েছেন দর্গাপাশা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল হক শাহিন । ইংরেজী নববর্ষ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, ইংরেজী নববর্ষে আমাদের দর্গাপাশা ইউনিয়নের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি বার্তায় বলেন, নতুন বছর মানেই অতীতের সকল ব্যর্থতা, জ্বরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে সুন্দর সমৃদ্ধ আগামীর বিনির্মাণে এগিয়ে যাওয়া।
তিনি আরও বলেন, করোনাকালীন দুর্ভোগে আমাদেরকে নতুন বছরকে বরণ করতে হচ্ছে। ফেলে আসা বছরের দুর্যোগ, দুর্বিপাক কাটিয়ে আমরা নতুন বছরে এগিয়ে যাওয়ার সোনালী সম্ভাবনা দেখতে পাবো এটাই প্রত্যাশা করি। সেই সাথে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমার ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও দিকনির্দেশনা প্রত্যাশা করি। দর্গাপাশা ইউনিয়নকে একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আপনাদের সমর্থন নিয়ে সম্মিলিতভাবে কাজ করে যেতে চাই।