দক্ষিণ সুনামগঞ্জের স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন বন্ধনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (০১ জানুয়ারী) বিকাল ৩ টায় পাগলা বাজারস্থ মধুবন প্রাঙ্গনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ, উপদেষ্ঠাবৃন্দ ও শুভাকাঙ্খীবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে সংক্ষীপ্ত বক্তব্যে সংগঠনের কার্যবিবরণী তুলে ধরেন দায়িত্বশীলরা।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্ঠামন্ডলীর সদস্য শাহীন রহমান,শাহাদাত হোসেন কামরান, মানছুর আহমেদ, গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ, মমিন আহমদ, সংগঠনের সভাপতি গোলাম কিবরিয়া রাসেল, সহ-সভাপতি সামরান হোসেন, হাসান জকি, আবু সুফিয়ান ফুয়াদ, প্রচার সম্পাদক সায়েফ আহমেদ, সহ-সাধারন সম্পাদক আবিদুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, দপ্তর সম্পাদক নূর হোসাইন, সহ-প্রচার সম্পাদক নাসির হোসেন প্রমুখ।
কেক কাটা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠন কর্তৃক বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার মানুষ বিনামুল্যে রক্তের গ্রুপ নির্নয়ে অংশ নেন।