দক্ষিণ সুনামগঞ্জে এবার ১’শত জন শীতার্ত নারীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে দক্ষিণ সুনামগঞ্জ নির্মান শ্রমিক ইউনিয়ন পুঞ্জ।
বুধবার (২০ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের বাবোনিয়া গ্রামের সংগঠনটির ৫৫ জন নারী সদস্য ও ৪৫ জন অসহায় শীতার্ত নারী সহ মোট ১’শত নারীর মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের পূর্বে সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ নির্মান শ্রমিক ইউনিয়ন পুঞ্জের সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক নিকুঞ্জ সুত্রধর, অর্থ সম্পাদক রাজা মিয়া, নির্বাহী সদস্য আলী আহমদ ও বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক সায়েমা বেগম প্রমুখ।
উল্লেখ্য, এটি চলতি শীতঋতুতে সংগঠনের তৃতীয় ধাপের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। এর আগে প্রথম ধাপে উপজেলার প্রায় ৫ শতাধিক অসহায় শীতার্ত পরিবার এবং দ্বিতীয় ধাপে ছিন্নমুল বেদে সম্প্রদায়ের ২০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।