যতোই দিন অতিবাহিত হচ্ছে ততোই ঘনিয়ে আনছে ইউনিয়ন নির্বাচনের দিনক্ষণ । সবকিছু ঠিক থাকলে ২০২১ সালের মার্চ মাস থেকে ইউপি নির্বাচন শুরু করে জুনের আগেই শেষ করার নির্দেশনা রয়েছে নির্বাচন কমিশনের। ফলে ইতিমধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া বইছে দক্ষিণ সুনামগঞ্জের সবগুলো ইউনিয়নে। সাবেক ও বর্তমান প্রতিনিধি ছাড়াও নির্বাচনে অংশ নিতে আগ্রহী অনেক নতুন মুখ। তাদের অনেকে ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলছেন নির্বাচনের মাঠে। দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আজাদুল হক আজাদ তেমনই একজন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পশ্চিম পাগলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে নির্বাচনী প্রচার-প্রচারণা ও শুরু করেছেন তিনি। সাড়া ও পাচ্ছেন ব্যাপক।
নির্বাচনে অংশ নিচ্ছেন নিশ্চিত করে আজাদুল হক আজাদ বলেন, আমাদের সমাজের বিশেষ করে আমার ওয়ার্ডবাসীর কল্যানে আমি সবসময়ই নিজেকে সক্রিয় রেখেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে আমার জায়গা থেকে চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। ফলস্বরুপ আমার ওয়ার্ডের জনগন চান আমি যেনো সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করি। তাছাড়া তরুণ ভোটাররা আমাকে এ ব্যাপারে সর্বাত্নক সহযোগীতার আশ্বাস দিচ্ছেন। আমার ওয়ার্ডবাসীর সমর্থন ও অনুপ্রেরণা পেয়েই আমি ইউপি সদস্য হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক। জনগণ সত্যিই যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করেন এবং তাদের পবিত্র আমানত ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন আমি নিশ্চয়ই আমার সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে তাদের সেবায় নিয়োজিত থাকব। একটি মডেল ওয়ার্ড গঠনে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাবো। আমি সবার দোয়া ও সহযোগীতা প্রত্যাশী।