নিজস্ব প্রতিনিধি:: মরণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশের ন্যায় দক্ষিণ সুনামগঞ্জেও গতকাল (রবিবার) থেকে শুরু হয়েছে করোনা ভ্যাকসিন কার্যক্রম।ভ্যাকসিন শুরুর প্রথম দিনে উপজেলা নির্বাহি কর্মকর্তা জেবুন্নাহার শাম্মী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ ৫০ জন করোনার টিকা গ্রহণ করেন।
আজ (সোমবার) করোনা টিকা প্রদানের দ্বিতীয় দিনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, দপ্তর সম্পাদক ইয়াকুব শাহরিয়ারসহ আরও ৩০ জন করোনার টিকা নিয়েছেন। এ নিয়ে উপজেলায় ২ দিনে মোট ৮০ জন করোনার টিকা গ্রহন করেছেন।
তবে টিকা গ্রহণকারী প্রত্যেকেই পুরোপুরি সুস্থ্য স্বাভাবিক আছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন। তিনি বলেন, ভ্যাকসিন গ্রহনকারী প্রত্যেকেই পুরোপুরো সুস্থ্য আছেন। কারো কোনো প্বার্শ প্রতিক্রিয়া দেখা দেয়নি। করোনা মোকাবিলায় দক্ষিণ সুনামগঞ্জে ভ্যাকসিন কার্যক্রম উৎসবমুখর পরিবেশেই চলমান রয়েছে।
এদিকে করোনা টিকা গ্রহনের ক্ষেত্রে জনসাধারণের ক্ষেত্রে বয়সসীমা শিথিল করা হয়েছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। জনসাধারণের টিকা গ্রহনের বয়সসীমা ৫৫ বছর থেকে ৪০ বছরে নামিয়ে আনা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
এব্যাপারে ডা. জসিম উদ্দিন বলেন, আমরা বয়সসীমা শিথিলের নির্দেশনা পেয়েছি। ৪০ বছরের উর্ধ্বে যেকেউ অ্যাপের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে ভ্যাকসিন গ্রহন করতে পারবেন।