নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) গ্রীস শাখা।
২০ ফেব্রুয়ারী (রোববার) সন্ধ্যায় গ্রীসের রাজধানী এথেন্সের একটি অভিজাত রেষ্টুরেন্টে জাগপা গ্রীস শাখার উপদেষ্টা মোঃ আকুল মিয়া সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ জাহির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব জাগপা কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জাগপা গ্রীস শাখা সভাপতি শেখ গোলাপ মিয়া।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাগপা গ্রীস-শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ শানুর মিয়া, সহ-সভাপতি মোঃ ছানাউর রহমান ছানা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ মিয়া, যুব নেতা কবির আহমেদ, আব্দুল সামাদ, সিজিল মিয়া, আফতাব মিয়া, বদরুল আলম , ফয়জুর রহমান ও জালাল উদ্দীন।