মাগো গর্বিত জননী তুমি
শত শত মা
সাহসী বীর জন্মিয়ে
রাজপথে ছেড়ে দিলেন
মাগো গর্বিত জননী তুমি।
দূর্বিপাকে দূর্দশায় অন্ধকার নিমজ্জিত
তবে চেতনা জাগেঁ বাহুবলে
সাহস সঞ্চিত হয় বুকে
একটু একটু করে তৈরী হয় যুদ্ধে যাবে।
রাজপথের প্রাতে জনসম্মুখে যখন
শোনা যায় রাষ্ট্রভাষা উর্দু হবে
রফিক শফিক বরকত আরো কত?
নেমে পড়ে রাজপথে।
স্লোগান ধর রাষ্ট্রভাষা বাংলা চাই।
রফিক শফিক বরকত জব্বার
কত তাজাঁ প্রাণ করে দান
শহীদের প্রাণের বদৌলতে বাংলা পায়
বাংলা ভাষা তার প্রতিদান।
লেখা : মোঃ আফজাল হোসেন