নিজস্ব প্রতিবেদক : সীমান্তের ওপাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে টাঙ্গুয়ার হাওরের নজরখালি ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে। ফলে প্রবল স্রোতে হাওরে প্রবেশ করছে পানি। তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের ফসল।
শনিবার (২ এপ্রিল) দুপুরে পাটলাই নদীর পানির চাপে বাঁধটি ভেঙে যায়। হাওরে পানি ঢোকায় তলিয়ে গেছে বোরো ফসল। গত কয়েকদিন হাওর পাড়ের কৃষকরা নিজেরা বাঁধটি রক্ষা করার চেষ্টা চালিয়ে আসছিলেন। তবে শেষ রক্ষা হয়নি তাতে।
এদিকে ফসলডুবির কারণে দুর্ভোগে পড়েছেন কৃষকেরা। ঘাম ঝরানো ফসল ঘোলায় তোলার আগেই তলিয়ে যাওয়ায় কষ্টের অন্ত নেই তাদের।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবীর বলেন, হাওরে ১২০ হেক্টর জমি রয়েছে এর মধ্যে ২৫ হেক্টর তলিয়ে গেছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, এটি পানি উন্নয়ন বোর্ডের কোনও বাঁধ নয়। হাওরের তলদেশ শুকিয়ে যাওয়ায় স্থানীয়রা জমিতে ধান লাগিয়েছেন।