নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী মোসাদ্দেক রায়হান বাবু’র স্বপরিবারে যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের সামাজিক সংগঠন এফডিআর ফ্রেন্ডস ক্লাব।
রোববার (৫ জুন) রাতে উপজেলার পাগলা বাজারে এক সভায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
এফডিআর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি রাহাদ হোসাইনের সভাপতিত্বে ও সংগঠনের অন্যতম উপদেষ্টা নাসির আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী মোসাদ্দেক রায়হান বাবু।
সভায় আরোও বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা শহিদুল ইসলাম মুন্সি, গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ, সংগঠনের সাধারণ সম্পাদক জুবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক রাজু উল হক, প্রচার সম্পাদক বিশ্বজিৎ দে শুভ্র ও সদস্য জাকির হোসেন।
বক্তব্য পর্ব শেষে মোসাদ্দেক রায়হান বাবুর হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন এফডিআর ফ্রেন্ডস ক্লাবের সকল সদস্য ও শুভাকাঙ্খীবৃন্দ।