শান্তিগঞ্জ প্রতিনিধি : শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে নৌকাযোগে বন্যার্তদের বাড়ি বাড়ি পরিদর্শন করেছেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আবুল কালাম ও পশ্চিম পাগলা ইউনিয়নের চেয়ারম্যান জগলুল হায়দার।
সোমবার (২০ জুন) সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বানভাসী মানুষের খোঁজ-খবর নেন তারা।
এসময় বন্যার্তদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন সাবেক উপজেলা চেয়ারম্যান হাজি আবুল কালাম। পাশাপাশি বন্যার্তদের সব-ধরনের সহযোগীতার আশ্বাস দেন তিনি।
আর পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান খোঁজ নেওয়ার পাশাপাশি আগামীকাল (মঙ্গলবার) থেকে ত্রানসামগ্রী বিতরণের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম পাগলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য নৃপেশ দে, উপজেলা আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পশ্চিম পাগলা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আজাদ হোসেন প্রমূখ।