নিজস্ব প্রতিনিধি : আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে শেষ হল শান্তিগঞ্জ উপজেলার পাখিমারা হাওরের নৌকাবাইচ প্রতিযোগিতা। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দিনব্যাপী চলমান নৌকাবাইচে ২০টি নৌকাকে পেছনে ফেলে সম্মিলিতভাবে চ্যাম্পিয়ন হয় দর্গাপাশা ইউনিয়ন চেয়ারম্যান মনির উদ্দিনের পবন কাষ্ঠের নৌকা ও জগন্নাথপুরের কাঠগলই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আল ইমরান রুহুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, শান্তিগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মোক্তাদির হোসেন, জগন্নাথপুর উপজেলার আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।